বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে সাইবার নিরাপত্তা সম্পর্কিত কর্মশালা

by CIRT Team
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাইবার নিরাপত্তা সম্পর্কিত অবহিতকরণ কর্মশালা। উক্ত কর্মশালায় মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে এমআইএসটিতে অধ্যয়নরত সশস্ত্রবাহিনীর শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এবং কর্মশালাটি পরিচালনা করেন বিসিসি’র পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) তারেক এম বরকতউল্লাহ। পার্থপ্রতিম দেব বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অবদান উল্লেখ করে সাইবার নিরাপত্তার প্রতি গুরুত্ব আরোপ করেন।
উক্ত কর্মশালায় তারেক এম বরকতউল্লাহ বিসিসি’র ডাটা সেন্টার ও সাইবার নিরপত্তা বিষয়ক কর্মকাণ্ড এবং এর গুরুত্ব তুলে ধরেন । এমআইএসটির সিনিয়র স্টুডেন্ট অফিসার বিসিসি’কে কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কর্মশালায় প্রেজেন্টেশনের মাধ্যমে বিসিসি’র – সাইবার নিরাপত্তা, ডাটা সেন্টার সহ ডিজিটাল সিকিউরিটি আইন ২০১৮, কম্পিউটার নেটওয়ার্কিং, ইন্সিডেন্ট হ্যান্ডেলিং, বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার (বিএনডিএ) ইউনিটের কর্মকাণ্ড তুলে ধরা হয়। পরে কর্মশালার বিরতিতে অংশগ্রহণকারীদের জাতীয় ডাটা সেন্টার ও CIRT পরিদর্শন করানো হয় এবং এর কর্মকাণ্ড পরিচালনার ধারনা দেওয়া হয়।

উল্লেখ্য, এমআইএসটি- বাংলাদেশের একটি স্বনামধন্য প্রকৌশল শিক্ষা ইনস্টিটিউট, যা মিরপুর সেনানিবাসে অবস্থিত। ১৯৯৮ সালে বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসারদের প্রকৌশলবিদ্যা অধ্যয়ন ও উচ্চতর ডিগ্রি অর্জন (বিএসসি/এমসসি প্রভৃতি) করার জন্য বাংলাদেশ সরকার এটি প্রতিষ্ঠা করে।
Recommended Posts
Enhancing Situational Awareness on Emerging Cyber Threats
09 Sep 2023 - English articles, News, Security Advisories & Alerts, Uncategorized

UPDATE ON SITUATIONAL ALERT
08 Aug 2023 - Articles, News, Security Advisories & Alerts, Uncategorized