সাইবার নিরাপত্তা বুলেটিন । জুন ২০২৪

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত একাধিক সাইবার আক্রমনে র‍্যানসমওয়্যার, ওয়েব ডিফেসমেন্ট, তথ্য ফাঁস এবং ব্যক্তিগত সনাক্তকরণযোগ্য তথ্য (PII) চুরি, এসবের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সরকারের সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। এলক্ষ্যে BGD e-GOV CIRT বর্ণিত সকল সংস্থাকে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা, প্রয়োজনীয় প্যাচ আপডেট করা, সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকা এবং সার্বিকভাবে আইটি পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের BGD e-GOV CIRT বিভিন্ন খাতের মধ্যে ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তা নিশ্চিতে করনীয় উল্লেখপূর্বক একটি দিক নির্দেশনা প্রকাশ করেছে।

বিস্তারিতঃ

  1.  Situational Alert: https://www.cirt.gov.bd/situational-alert-cyber-threats-jun2024
  2. Cyber threat advisory: https://www.cirt.gov.bd/surge-on-web-defacement-web-vulnerabilities-bd
Share