আর্থিক প্রতিষ্ঠান সাইবার ড্রিল ২০২২

BGD e-GOV CIRT গত বছরের মত এবারও সকল আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত সাইবার পেশাজীবিদের অংশগ্রহণের মাধ্যমে তাদের সাইবার নিরাপত্তায় ইন্সিডেন্ট হ্যান্ডলিং বিষয়ে দক্ষতা বৃদ্ধি ও সাইবার নিরাপত্তার ধারণা দেওয়ার জন্য আগামী ২২ অক্টোবর ২০২২ তারিখে Financial Institution Cyber Drill 2022 এর আয়োজন করতে যাচ্ছে।
Registration এর জন্য প্রতিটি দলের জন্য ১০,০০০ (দশ হাজার) টাকা নিবন্ধন ফি ধার্য্য করা হয়েছে যা CIRT এর e-shop এর মাধ্যমে পেমেন্ট করতে হবে (Payment Link)। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে প্রথমে Registration Fee payment করে টীমের সকলের তথ্য দিয়ে টীম রেজিস্ট্রেশন করতে হবে। Registration এর জন্য একটি গাইডলাইন এবং প্রতিযোগিতায় অংশগ্রহনের Rules of engagement প্রস্তুত করে CIRT এর ওয়েবসাইটে publish করা হয়েছে। ফী প্রদানকারী দলসমুহই শুধুমাত্র Financial Institution Cyber Drill 2022 এ অংশগ্রহণ করতে পারবে।
এই প্রতিযোগিতাটি সম্পূর্ণভাবে অনলাইন ভিত্তিক। আগামী ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে ১০ অক্টোবর ২০২২ পর্যন্ত উক্ত Financial Institution Cyber Drill 2022 এর নিবন্ধন উন্মুক্ত থাকবে।
আগ্রহী আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত সাইবার পেশাজীবিগণ ৩-৫ জনের দল গঠন করে দলগতভাবে সার্ট এর ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।
Registration এর জন্য নিম্নলিখিত লিংকে ক্লিক করুন।
https://www.cirt.gov.bd/financial-institutions-cyber-drill-2022
Recommended Posts
Enhancing Situational Awareness on Emerging Cyber Threats
09 Sep 2023 - English articles, News, Security Advisories & Alerts, Uncategorized

UPDATE ON SITUATIONAL ALERT
08 Aug 2023 - Articles, News, Security Advisories & Alerts, Uncategorized