Cross Border Privacy Rules (CBPR) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Cross Border Privacy Rules (CBPR) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২৫ অক্টোবর ২০২২

সাইবার নিরাপত্তা মাস উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে ASEAN দেশ কর্তৃক ব্যবহৃত Cross Border Privacy Rules (CBPR) বিষয়ক একটি কর্মশালা গত ২৪ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব রণজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুইজন বিশেষজ্ঞ বেইটসি ব্রডার ও জো গেটুসো।

এ কর্মশালায় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে ডিজিটাল পদ্ধতিতে তথ্যের নিরাপদ আদান-প্রদানের ব্যবস্থাপনা ও কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।

উক্ত কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বিটিআরসি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তারেক এম. বরকতউল্লাহ

প্রকল্প পরিচালক, বিজিডি ই-গভ সার্ট

পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

Share