বিজিডি ই-গভ সার্ট এর নবনির্মিত ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন
লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এবং গভারনেন্স প্রকল্প, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর আওতায় বিজিডি ই-গভ সার্ট এর নবনির্মিত ডিজিটাল ফরেনসিক ল্যাবটি ২৬ জুলাই ২০১৮ খ্রিঃ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ উক্ত ফরেনসিক ল্যাবের উদ্বোধন করেন। সাইবার ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে Computer Incident Response Team (BGD e-GOV CIRT) এর বিশেষায়িত ল্যাবটির উদ্বোধন করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব জুয়েনা আজিজ এবং সিএ অপারেশন , নিরাপত্তা ও জাতীয় ডাটা সেন্টার এর পরিচালক জনাব তারেক এম বরকতউল্লাহ উপস্থিত ছিলেন।
ল্যাবটির মাধ্যমে কোন সাইবার ইন্সিডেন্ট সংঘটিত হবার পর প্রথম ধাপ হিসাবে ইন্সিডেন্ট হ্যান্ডলিং ইউনিট কে জব্দকৃত ডিজিটাল আলামত/লগ এনালাইসিসের ক্ষেত্রে ফরেনসিক সমর্থন প্রদান করা সম্ভব। উক্ত ল্যাবে আইওটি ডিভাইস সহ ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, ম্যালওয়ার এনালাইসিস, নেটওয়ার্ক এনালাইসিস ইত্যাদি করার অত্যাধুনিক সফটওয়্যার ও যন্ত্রপাতি রয়েছে। বাংলাদেশ সরকারের ভিসন ২০২১ বাস্তবায়নে এবং একটি নিরাপদ সাইবার বাংলাদেশ গড়ে তুলতে উক্ত ল্যাবটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
Recommended Posts

Ambassador of Japan to Bangladesh along with high officials visited BGD e-GOV CIRT
30 Jan 2023 - News

Chairman & CEO of JETRO visited BGD e-GOV CIRT
26 Jan 2023 - News