ডিজিটাল ফরেনসিক ল্যাব গাইডলাইন-২০২২

Published on 27-Jul-2022 15:16:00





১। শিরোনাম ও প্রবর্তন:

(১) এই গাইডলাইন ডিজিটাল ফরেনসিক ল্যাব গাইডলাইন, ২০২২ নামে অভিহিত হইবে।

(২) ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, আদেশ দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই গাইডলাইন কার্যকর হইবে।

২। সংজ্ঞা:

এই গাইডলাইনে ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা এই গাইডলাইনে প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ বা ডিজিটাল নিরাপত্তা বিধিমালা, ২০২০ এর বিধি ১৪ এ বর্ণিত।SO/IEC/BDS 17025, ISO/IEC/BDS 15489, ISO/IEC/BDS 27037, ISO/IEC/BDS 27041, ISO/IEC/BDS 27042, ISO/IEC/BDS 27043, ISO/IEC/BDS 27050 এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে ব্যবহৃত হইবে।

অংশ-২: গাইডলাইন প্রণয়নের উদ্দেশ্য ও পরিধি

৩। গাইডলাইন প্রণয়নের লক্ষ্য ও উদ্দেশ্য:

ডিজিটাল ফরেনসিক হইল ফরেনসিক বিজ্ঞানের একটি শাখা যাহা কোনো কম্পিউটার, ডিজিটাল ডিভাইস বা অন্যান্য ডিজিটাল স্টোরেজ মিডিয়াতে ধারণকৃত উপাত্ত সনাক্তকরণ, অধিগ্রহণ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ, ইত্যাদির উপর আলোকপাত করে।'

এই গাইডলাইন প্রণয়নের মুখ্য উদ্দেশ্য হইতেছে ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি হইতে ডিজিটাল সাক্ষ্য উদ্ধার ও ফরেনসিক বিশ্লেষণ করিয়া ঘটনার সত্যতা যাচাই ও অপরাধ বা দুর্ঘটনার দায়দায়িত্ব নিরুপণের নিমিত্তে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি-নির্দেশনা বাস্তবায়নে সহায়তা করাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাব হইতে প্রাপ্ত ডিজিটাল আলামতসমূহ দেশীয় ও আন্তর্জাতিক আদালতসমুহে অপরাধ বিচার ব্যবস্থায় উপস্থাপনের যোগ্য করে তোলা।

এই গাইডলাইন ডিজিটাল ফরেনসিক ল্যাব এর পরিচালনা ও, ক্ষেত্রমত, ব্যবস্থাপনার মৌলিক নির্দেশনা হিসেবে ভূমিকা পালন করিবে।

৪। গাইডলাইনের প্রয়োগ ও পরিধি:

এই গাইডলাইন ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ ধারা ১০ এর অধীন স্থাপিত বা প্রত্যায়িত বা স্বীকৃত এবং ধারা ১১ এ বিধৃত মানদন্ডের উদ্দেশ্য পূরণকল্পে, সকল ডিজিটাল ফরেনসিক ল্যাব এর ক্ষেত্রে প্রযোজ্য হইবে (পরিশিষ্ট ০১. ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন ও মাননিয়ন্ত্রণ দ্রষ্টব্য।




To read the full Guideline, Please Click here.