Digital Forensic Lab Guideline-2022

Published on 19-Jan-2023 13:59:00



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর সেবাসমূহের দ্রুত বিস্তারের পাশাপাশি ইহার মাধ্যমে অপরাধ সংগঠনের মাত্রাও বৃদ্ধি পাইয়াছে। ডিজিটাল মাধ্যমে ক্রমবর্ধমানহারে সংযুক্ত ডিভাইস যেমন- কম্পিউটার, স্মার্টফোন, স্মার্ট ঘড়ি, জিপিএস ইত্যাদিতে তথ্য সংরক্ষণ করিতে পারে; যাহা ডিজিটাল মাধ্যমে অপরাধের প্রমাণক হিসাবে ব্যবহার হইতে পারে। ডিজিটাল মাধ্যমে সংগঠিত অপরাধের তদন্তের জন্য বিশেষায়িত এবং প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয়। ডিজিটাল ফরেনসিক পদ্ধতি অনুসরণ করিয়া ডিজিটাল মাধ্যমে এই বিষয়ে কারিগরী দক্ষতাসম্পন্ন পেশাজীবীগণ যথাযথ পদ্ধতি অনুসরণপূর্বক ফরেনসিক প্রতিবেদন প্রস্তুত করেন, যাহা অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ হিসেবে আদালত বা প্রযোজ্য ক্ষেত্রে উপস্থাপন করা হইয়া থাকে।

ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধে অতিরাষ্ট্রিক (Borderless) মাত্রা যুক্ত হওয়ায় এবং দেশ-বিদেশের আদালতে অপরাধের সাক্ষ্য প্রমাণ গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করিবার নিমিত্ত আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুসরণ আবশ্যক। 'ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮' ধারা ১০ অনুসারে ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন ও ধারা ১১ অনুসারে উহার মাননিয়ন্ত্রণ বাঞ্ছনীয়। এই লক্ষ্যে 'ডিজিটাল নিরাপত্তা বিধিমালা, ২০২০' এর বিধি ১৩ হইতে বিধি ১৬ পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, উহার মাননিয়ন্ত্রণ, ডিজিটাল সাক্ষ্যের ফরেনসিক বিশ্লেষণ ও ফরেনসিক ল্যাবের জনবল কাঠামো বর্ণিত হইয়াছে। ডিজিটাল ফরেনসিক ল্যাবের বাস্তবায়ন ও পরিচালনা সহজীকরণ করিবার লক্ষ্যে এই গাইডলাইন প্রণয়ন করা হইয়াছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নূতন নূতন উদ্ভাবনসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ডিজিটাল ফরেনসিক সংক্রান্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গাইডলাইনসটি ভবিষ্যতে পরিবর্ধন বা পরিমার্জনের সুযোগ থাকিবে। ইহার উৎকর্ষ সাধনের নিমিত্ত যে কোন পরামর্শ সাদরে গৃহীত হইবে








To read the full Guideline, Please Click here.