বিজিডি ই-গভ সার্ট এর আয়োজনে আর্থিক প্রতিষ্ঠান সমূহের সাইবার ড্রিল ২০২২ অনুষ্ঠিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় স্থাপিত বাংলাদেশ সরকারের জাতীয় কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম ‘বিজিডি ই-গভ সার্ট’ -এর বাৎসরিক আয়োজনে ২২-১০-২০২২ তারিখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের জন্য একটি সাইবার ড্রিল অনুষ্ঠিত হয়।

এ সাইবার ড্রিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে ৫০ টি টিমে ২৩২ জন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ইস্টার্ন ব্যাংক লি. এর EBL Defend Ace টিম, এক্সিম ব্যাংক লি. এর EXM Cyber Rangers এবং বিকাশ লিমিটেড এর AREA 71 টিম উক্ত ড্রিলে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে। উক্ত টিম সমূহের প্রাপ্ত স্কোর সমান হলেও সঠিক উত্তর আগে প্রদান করার ভিত্তিতে সিস্টেম থেকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারিত হয়।

SL Name of the Team Name of the Organization Point
1 EBL Defend Ace Eastern Bank Ltd 975
2 EXM_Cyber_Rangers Export Import Bank of Bangladesh Limited 975
3 AREA-71 bKash 975

এবারের সাইবার ড্রিলের প্রতিপাদ্য বিষয় ছিল Quick Response for Cyber Incident। ‘ফিনান্সিয়াল ইন্সটিটিউশন সাইবার ড্রিল ২০২২’ এর ফলাফল https://cyberdrill.cirt.gov.bd/scoreboard ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তারেক এম. বরকতউল্লাহ
প্রকল্প পরিচালক
বিজিডি ই-গভ সার্ট

 

Share